বিশ্বকর্মা পূজোর আগে চরম ব্যস্ততা মূর্তি পাড়াগুলোতে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোরগোড়ায় বিশ্বকর্মা পূজো। পূজোর আগে চরম ব্যস্ততা মূর্তি পাড়াগুলোতে। পূজোকে ঘিরে ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামে দেখা গেলো মৃৎ শিল্পীদের মধ্যে ব্যাস্ততা। আর মাত্র দুই দিন বাকি। তার পরই হিন্দুদের বাড়ীঘর এবং কলকারখানা ও বিভিন্ন অফিসে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজো। 

হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিবছরই ভাদ্র মাসের শেষান্তে অনুষ্ঠিত হয় এই পূজো। হাতে সময় আর খুব একটা নেই। ইংরেজী মাসের আগামী ১৭ই সেপ্টেম্বর এবছর অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজো। দেবশিল্পীর আরাধনাকে ঘিরে পূজো উদ্যোক্তা থেকে মূর্তি নির্মাতাদের মধ্যে চলছে ব্যাস্ততার ধুম। রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামের মৃৎ শিল্পীদের মধ্যেও দেখাগেলো বিশ্বকর্মার মূর্তী নির্মানে চরম ব্যস্ততা। পূজোর দিন ঘনিয়ে আসতেই দিন-রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। 

এলাকার মৃৎ শিল্পী বাবলু রুদ্রপাল জানিয়েছেন, বিশ্বকর্মা পূজোকে নজরে রেখে বিগত তিনমাস ধরে চলে আসছে মূর্তির নির্মান কাজ। এবছর প্রায় ষাট থেকে সত্তরটি মূর্তী তৈরী করছেন তারা। মৃৎশিল্পী জানান, মূর্তী নির্মানের মাটি থেকে শুরুকরে অন্যান্য সমস্ত সামগ্রী তাদের কিনে আনতে হয় বাইরের বাজার থেকে। আর বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে লাভের হার নেই আগের মতো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *