বীরভূম, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রামের মোড়ল-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বীরভূমে ময়ূরেশ্বরের গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বীরভূমের ।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৩ দিন ধরে ওই মহিলা নিখোঁজ ছিলেন। শুক্রবার রাত ১১টা নাগাদ গ্রামের সেচ খালে তাঁদের দেহ ভাসতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃত ২ মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি গ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই দুই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দিয়েছিল মোড়ল সহ গ্রামের মাথারা। জানা যায়, সম্প্রতি ওই দুই আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরও করা হয়েছিল।