বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত রাষ্ট্রবাদি শিক্ষক সংগঠনের নাম প্রকাশ করল একদল শিক্ষক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত রাষ্ট্রবাদি শিক্ষক সংগঠনের নাম প্রকাশ করল একদল শিক্ষক। 

এদিন নাম প্রকাশের পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয় বিগত ১৮ই আগস্ট রাজ্যের বিভিন্ন স্থানের শিক্ষকদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আগরতলায়। 

আর সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রবাদি শিক্ষক সংগঠন গঠনের  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সরকারকে ওয়াকিবহুল করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই সংগঠন কাজ করবে। 

শনিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান নেতৃত্বরা । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দাস, দেবাশীষ রায়, দিপেন ভৌমিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *