নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: নেশাদ্রব্য ক্রয় করতে গিয়ে জনতার হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি এক যুবক। ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়।
দীর্ঘদিন যাবৎ একটি চক্র সক্রিয়ভাবে নেশাদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজ করে আসছিল। স্থানীয় এলাকাবাসী অনেক চেষ্টা করেও এলাকার যুবকদের এই মারন নেশা থেকে মুক্ত করতে পারছেনা। কিছুদিন পর পর পুলিশের হাতে তুলে দিলে পুনরায় সে আগের মতই চালিয়ে যাচ্ছে এই নেশা কারবার বলে অভিযোগ এলাকবাসীর।
বৃহস্পতিবার রাতে গামাইবাড়ি এলাকার এক যুবক জয় দেকে নেশা দ্রব্য ক্রয় করার সময় স্থানীয় এলাকাবাসী হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আহত যুবক জয় দেকে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে যুবকের মা -ও ছেলের নেশা আসক্তির বিষয়টি স্বীকার করেন। তিনি এও জানান, ছেলেকে কিছু দিন নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে বাড়ি এসে পুনরায় নেশার কবলে চলে জায় সে। অন্যদিকে ড্রাগস নামক নিসিদ্ধ নেশায় যুব সমাজের আশক্তি দিন দিন বেড়ে যাচ্ছে।