আগরতলা, ১৩ সেপ্টেম্বর : ভয়াবহ বন্যায় ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের আনুমানিক ২২৯.১৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুনরুদ্ধার কাজ চালিয়ে নেবার জন্য আর্থিক সহায়তা পেতে ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট ডিজাস্টার মেনেজমেন্ট (দুর্যোগ ব্যাবস্থাপনা) দপ্তরে জমা দেওয়া হয়েছে।
দপ্তরের তথ্যে প্রকাশ, বিগত ১৯ থেকে ২৪ আগস্টের মধ্যে হওয়া ব্যাপক বন্যায় ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের বিভিন্ন প্রজেক্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করে পাওয়া গেছে যে এই ব্যাপক বন্যায় কোম্পানীর আনুমানিক ২২৯.১৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুনরুদ্ধার কাজ চালিয়ে নেবার জন্য আর্থিক সহায়তা পেতে এই ২২৯.১৭ কোটি টাকার প্রাথমিক রিপোর্ট ডিজাস্টার মেনেজমেন্ট (দুর্যোগ ব্যাবস্থাপনা) দপ্তরে জমা দেওয়া হয়েছে।
আরও তথ্য জানা গিয়েছে, গোমতী জল বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক ভূমিক্ষয় ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রজেক্টের অনেক যন্ত্রাংশ বিকল হয়ে গেছে। ইতিমধ্যে পাওয়ার চ্যানেল, টারবাইন, জেনারেটর ও অন্যান্য অংশে জমে থাকা মাটি ও কাঁদা সারানোর কাজ হাতে নেয়া হয়েছে। আর্থিক সহায়তা পেলে বিকল যন্ত্রাংশ প্রতিস্থাপনের মাধ্যমে প্রকল্পটির পুনরায় চালু করা যাবে।
পাশাপাশি মহারানী মাইক্রো হাইডেল প্রজেক্টে ও অনেক যন্ত্রাংশ বিকল হয়ে গেছে। প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে বিকল যন্ত্রাংশ প্রতিস্থাপনের মাধ্যমে প্রকল্পটিকে পুনরায় চালু করা যাবে। তুলনামূলক ভাবে বড়মুড়া ও রুখিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পে কম ক্ষয়ক্ষতি হয়েছে।