লীগ ফুটবলে লাল বাহাদুরকে ব্যাকফুটে ঠেলে জয়ের হ্যাটট্রিক রামকৃষ্ণ ক্লাবের 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের হ্যাট্রিক রামকৃষ্ণ ক্লাবের। প্রথম ম্যাচে ড্র-য়ের পর, পরবর্তী ২টি ম্যাচে লাগাতর হার। কিন্তু এরপর টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে প্রথম সারিতে স্থান করে নিয়েছে রামকৃষ্ণ ক্লাব।

এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লিগে লালবাহাদুর ব্যায়ামাগার কে বিপাকে ফেলে সুপার চারের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলো রামকৃষ্ণ ক্লাব । শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রামকৃষ্ণ ক্লাব ও লালবাহাদুর ব্যায়ামাগার। সুপারের দৌড়ে টিকে থাকার জন্য উভয় দলের জন্য ম্যাচটি ছিলো অনেকটা মরন-বাচার লড়াই। এই ম্যাচেই লালবাহাদুর কে পরাজিত করে সুপারের যাওয়ার রাস্তাটা কিছুটা সহজ করে নেয় রামকৃষ্ণ ক্লাব।  এদিনের ম্যাচের শুরুর ৩ মিনিটেই লালবাহাদুর ক্লাবের হয়ে রিচার্ড ভানলাল গোল করে দল কে ১-০ গোলে লিড এনে দেয়। ১ গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা রামকৃষ্ণ ক্লাব ২৯ মিনিটে ম্যাচে গোল করে সমতা নিয়ে আসে। রামকৃষ্ণ ক্লাবের হয়ে প্রথম গোলটি করে সমর জিৎ সিং। ম্যাচে ১-১ গোলে সমতা থাকাকালীন সময়ে লালবাহাদুর ক্লাবের হয়ে খেলার ৪৪ মিনিটে বিশ্বজিৎ দেববর্মা গোল করে ম্যাচে ব্যাবধান ২-১ করে নেয়। ম্যাচের প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে খেলতে নেমে লালবাহাদুর দ্বিতীয়ার্ধে পর পর দুটি গোল হজম করে ম্যাচ থেকে ৩-২ গোলে পিছিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধের ২৪ ও ২৮ মিনিটে পর পর দুটি গোল করে তেজ কুমার। ফলে ৩-২ গোলের ব্যবধানে জয় লাভ করে রামকৃষ্ণ ক্লাব। দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম জুয়েলস অ্যাসোসিয়েশন, সন্ধ্যা সোয়া ছয়টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *