নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর: “সময়ে সময়ে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল, এটা ওনার রুটিন হয়ে গেছে” অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। এক জাতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে এমনটাই বলেন তিনি।
এই বিষয়ে বিপ্লব দেব বলেন, অরবিন্দ কেজরিওয়ালের জামিন নির্বাচনে প্রভাব বিস্তার করবে না। এটা নতুন কোনো বিষয় নয়।
এদিকে আম আদমি পার্টির অভিযোগ, কেজরিওয়াল জেলে যাওয়ার জন্য বিজেপি দায়ী। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে। এর উত্তরে হরিয়ানার প্রভারি বিপ্লব কুমার দেব বলেন, অভিযোগ উঠানো আম আদমি পার্টির কাজ। সবকিছুতেই তিনি অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে।
করোনাকালীন সময়ের প্রসঙ্গ তুলে এনে সাংসদ বলেন, করোনাকালীন সময়ে একমাত্র অরবিন্দ কেজরিওয়াল একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি বলেছেন করোনা ভাইরাস বিজেপি এনেছে। তিনি রাজ্যবাসীর জন্য প্রয়োজনীয় কোনো দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ করেছেন বিপ্লব দেব।
তিনি আরো বলেন, দিল্লিতে কোনো উন্নয়ন করেনি অরবিন্দ কেজরিওয়াল। এমন কোনো কাজ নেই , যা দেখিয়ে বলা যেতে পারে আম আদমি পার্টি কোনো উন্নয়নমূলক কার্য সংগঠিত করেছে।