নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): অতি বৃষ্টিতে দিল্লির নবী করিম এলাকায় একটি বাড়ির একাংশ বৃহস্পতিবার গভীর রাতে ভেঙে পড়ে। বাড়ি ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন কয়েকজন বাসিন্দা। জানা গেছে, তিনজন আটকে পড়েন। বৃহস্পতিবার রাত থেকে দমকল বিভাগের তত্ত্বাবধানে উদ্ধারকাজ চলছে। আটকে পড়া তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তৃতীয় ব্যক্তিকে উদ্ধারের জন্য এখনও অভিযান চলছে বলে জানিয়েছে দমকল।
2024-09-13