নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ সেপ্টেম্বর: একটি লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। চুরাইবাড়ি থানার পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২০কেজি গাঁজা উদ্ধার করেছে।
গাড়ির চালক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পানিসাগর মহকুমার রৌয়া এলাকায়। ঘটনাস্থলে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন, যিনি পুরো অভিযানের তত্ত্বাবধান করেন।
নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। এই সফল অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয় ভূমিকা আবারও প্রমাণিত হলো। যা সমাজ থেকে অপরাধমূলক কার্যকলাপ দূরীকরণে বিশেষ ভূমিকা রাখছে।