তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে  সিবিআই, চলে জেরা ও তল্লাশি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর-কাণ্ডে এ বার সিবিআইয়ের আতশকাঁচের তলায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। পাশাপাশি এদিন বাড়ি লাগোয়া তাঁর নার্সিং হোমেও তল্লাশি চলে।

বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের অপরাধদমন শাখার আধিকারিকেরা সুদীপ্তের সিঁথির মোড় সংলগ্ন বিটি রোডের বাড়িতে হানা দেন। বিধায়কের মালিকানাধীন বাড়ি লাগোয়া বেসরকারি হাসপাতালেও হানা দেওয়া হয়। প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক সুদীপ্তবাবু রাজ্যের হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতি।