নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: ফের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ করল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা। এদিন রাজধানী আগরতলা শহরের অবলা চৌমুহনীতে পথ অবরোধ করল কলেজের অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। এ ধরনের ফলাফলকে অবিশ্বাস্য বলে তারা আখ্যায়িত করেছে।
কলেজের প্রথম সেমিস্টারের সব ছাত্র-ছাত্রী ফেল হওয়ার কারণে আজ পুনরায় আগরতলা অবলা চৌমুহনি এলাকায় রাস্তা অবরোধ করেন ছাত্র-ছাত্রীরা। এর পেছনে কর্তৃপক্ষের কোন ধরনের দূরভিসন্ধি কাজ করছে বলে ছাত্র-ছাত্রীদের একাংশের অভিযোগ। সেমিস্টারে একজন ছাত্র-ছাত্রীও পাস করতে পারেনি তা কেউ বিশ্বাস করবে না বলে তারা স্পষ্ট অভিমত ব্যক্তিত্ব করেছে।
এই ফলাফল বাতিল করে প্রত্যেককে পাস করিয়ে দেওয়ার দাবিতে এদিন অবলা চৌমুহনীতে তারা পথ অবরোধে শামিল হয়। রাজধানী শহরে পথ অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয়। অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে যান। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় অবরোধের পর পরবর্তীতে অবরোধ মুক্ত হয় রাস্তা।