সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানান, সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে আমি মর্মাহত। ছাত্রনেতা থেকে পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে এবং সাংসদ হিসেবে তাঁর স্বতন্ত্র ও প্রভাবশালী কণ্ঠস্বর ছিল। তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার ৭২ বছর বয়সে প্রয়াত হন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গত বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই বাম নেতা। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় আরও। রাখা হয়েছিল আইসিইউ–তে। দেওয়া হয়েছিল রেসপিরেটারি সাপোর্ট। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল। নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম নেতার। গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ৫ সেপ্টেম্বর তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সীতারামের শারীরিক অবস্থার কথা জানানো হয়। জানানো হয়, অবস্থা আরও সঙ্কটজনক। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণে রাখা হয়েছে রেসপিরেটারি সাপোর্টে। বুধবার রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হয় বর্ষীয়ান বাম নেতার। বৃহস্পতিবার প্রয়াত হলেন বর্ষীয়ান বাম নেতা। সিপিএম এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সিপিআইএম সাধারণ সম্পাদক, সীতারাম ইয়েচুরি ১২ সেপ্টেম্বর, বিকাল ৩.০৩ মিনিটে প্রয়াত হয়েছেন, এইমস, নয়াদিল্লিতে। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *