নাইথকের হ্যাটট্রিক, আসামে জাতীয় ফুটবলে চন্ডিগড়কে হারিয়ে দারুন সূচনা ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চমকপ্রদ জয় ত্রিপুরার ছেলেদের। হারিয়েছে চন্ডিগড় কে আট-এক গোলের বিশাল ব্যবধানে। প্রথমার্ধে একটি গোল হজম করে দ্বিতীয়ার্ধে একে একে ৮ গোল দিয়ে মোক্ষম জবাব দিয়েছে ত্রিপুরার বালক ফুটবলাররা। খেলা হচ্ছে আসামের জোড়হাটে সাব জুনিয়র বালকদের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। গ্রুপ লীগের প্রথম ম্যাচে ত্রিপুরার ছেলেরা আট এক গোলের বড় ব্যবধানে চন্ডিগড় কে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথমার্ধের নয় মিনিটের মাথায় কি করে যে ত্রিপুরা দল একটি গোল খেলো, কেউ বুঝে উঠতে পারছে না।  চন্ডিগড়ের পার্থ খান্না গোলটি করেছে। প্রথমার্ধের পুরোটা সময় একদিকে প্রতিরোধ এবং অপরদিকে দ্বিতীয়ার্ধে আক্রমণ হানার পরিকল্পনা করে নেয়। পার্থর গোলটি পরিশোধ করার কোন সুযোগ আসেনি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ত্রিপুরা দলের খেলার গতি বেড়ে যায়। খেলার ৪৯ মিনিটের মাথায় আয়ুশ চাকমা গোলটি পরিশোধ করতেই ম্যাচের লাগাম পুরোপুরি ত্রিপুরা দলের মুঠোয়। এক মিনিট বাদে নায়থক জমাতিয়া তারও তিন মিনিট বাদে পৈথু দেববর্মার গোল দলকে ৩-১ এ লিড এনে দেয়। ৫৫ মিনিটের মাথায় জেনেসিস ডার্লং আরও একটি গোল করে। ৬০ ও ৭১ মিনিটের মাথায় নায়থক জমাতিয়া পর পর দুটো গোল করলে একদিকে যেমন তার হ্যাট্রিক হয় অপরদিকে দল এগিয়ে যায় ছয়-এক গোলের ব্যবধানে। ৭৯ মিনিটের মাথায় হামরূঙ্গা ডার্লং এবং ৮৩ মিনিটের মাথায় তরুন সরকারের একটি করে গোল দলকে শেষ পর্যন্ত ৮-১ গোলে জয় এনে দেয়। এই জয়ের সুবাদে চারদলীয় গ্রুপে ত্রিপুরা দল এই মুহূর্তে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। প্রথম পজিশনে রয়েছে হরিয়ানা প্রথম দিনের অপর খেলায় হরিয়ানা ৮-০ গোলের ব্যবধানে আন্দামান-নিকোবরকে পরাজিত করে ত্রিপুরার মত ৩ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানের নিরিখে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *