করিমগঞ্জ (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। এজন্য করিমগঞ্জ জেলার পাঁচটি জোনে ১৯,৬৪৪ জন চাকরিপ্রার্থী পরীক্ষার্থীর জন্য প্ৰস্তুত করা হয়েছে মোট ৩৭টি পরীক্ষা কেন্দ্র। পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা সফরে এসেছেন সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ওম প্রকাশ।
জেলা সদরে এসে করিমগঞ্জ কলেজ, বিবেকানন্দ কলেজ অব এডুকেশন, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, গভৰ্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখে প্রস্তুতির খোঁজখবর নিয়েছেন মিশন ডিরেক্টর।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে কেমন ব্যবস্থা করা হয়েছে তা খতিয়ে দেখতে মিশন ডিরেক্টর ওম প্রকাশের করিমগঞ্জ সফর। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক ব্যবস্থা, স্থানীয় সমস্যাগুলো প্রশাসনের তৎপরতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেছেন তিনি।
এদিকে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এডমিট কার্ড এবং পরিচয়পত্র ছাড়া কোনও সামগ্রী নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষার্থীদের। মোবাইল ফোন, কোনও ইলেকট্রনিক সরঞ্জাম বা প্রোগ্রামেবল ডিভাইস, স্মার্ট ঘড়ি, স্বাস্থ্য ব্যান্ড, ইলেকট্রনিক পেন/স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, ইয়ারফোন, মাইক্রোফোন বা অন্য কোনও ডিভাইস নিয়ে যাওয়ার অনুমতি নেই পরীক্ষা কেন্দ্রে।
ক্যালকুলেটর, পেনড্রাইভ, কাগজের বিট ইত্যাদি, পাঠ্য উপাদান এমন কোনও সামগ্রীও নিয়ে যাওয়ার অনুমতি নেই। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে শাস্তিযোগ্য হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষা প্রক্রিয়া চলাকালীন পরীক্ষার স্থান এবং এর আশপাশে শান্তিপূর্ণ পরিবেশ যাতে নষ্ট করা না যায় এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তার জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।