নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাজ্যে এখনো পর্যন্ত ১১৩৬৫ জন নির্মাণ শ্রমিককে ৪০০০ টাকা করে প্রদান করেছে শ্রমদপ্তর। বৃহস্পতিবার সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে সাফল্য এবং শ্রমদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মন্ত্রী টিংকু রায়।
রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন অংশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্মাণ শ্রমিকরা। রাজ্যে প্রায় ৪২ হাজার ৯৮১ জন নির্মাণ শ্রমিক রয়েছেন। তাদের ৪০০০ টাকা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক ২৬ হাজার ৪২১ জন নির্মাণ শ্রমিক এই টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন।
তাদের মধ্যে এখনো পর্যন্ত ১১৩৬৫ জনকে একাউন্ট এর মাধ্যমে ৪০০০ টাকা করে দিয়েছে শ্রম দপ্তর। আর যারা বাকি রয়েছেন তাদেরও শীঘ্রই দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাফল্য এবং শ্রমদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মন্ত্রী টিংকু রায়। পাশাপাশি যে সমস্ত নির্মাণ শ্রমিকরা এখনো আবেদন করেননি তাদেরকেও আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়াও ২০২৪ -২০২৫ অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত অন্যান্য সামাজিক প্রকল্পে ৮৩১২ জনকে ৫ কোটি ৩২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সেই সাথে বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের পুজোর বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য মালিক পক্ষে কে নির্দেশ দেন মন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি উল্লেখ করে বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যে প্রায় ৮ হাজার চা শ্রমিক পরিবারের মধ্যে ৩ হাজার পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে।
তাছাড়া তিনি এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাফল্য তুলে ধরেছেন। এর মধ্যে নতুন অঙ্গনারী কেন্দ্র চালু করা,অঙ্গনারী কেন্দ্রে পরিকাঠামো উন্নয়ন, মাইগ্রেন লেবারের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা এবং সামাজিক ভাতা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা মুখ্যমন্ত্রী মাতৃগোষ্ঠী উপহার অঙ্গনারী কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়।