কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) সীতারাম ইয়েচুরি প্রয়াত। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই খবর ছড়িয়ে পড়তেই অব্যবহিত পরে এক্স হ্যান্ডেলে এক ট্যুইট বার্তায় তিনি জানান, দুঃখের সঙ্গেই জানাতে বাধ্য হচ্ছি যে, চলে গেলেন সীতারাম ইয়েচুরি। পরিচয় ছিল তাঁর সঙ্গে। তিনি এক বর্ষীয়ান সাংসদ ছিলেন। তাঁর এই মৃত্যুতে জাতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। ওই বার্তায় তিনি আরও জানান, এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকসন্তপ্ত পরিবার ও বন্ধু এবং তাঁর সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
2024-09-12