পাথারকা‌ন্দিতে জনতার হা‌তে ধৃত দা‌গি চোর, পেশ করিমগঞ্জ আদাল‌তে

পাথারকা‌ন্দি (অসম), ১২ সেপ্টেম্বর (হি.স.) : দীর্ঘদিন ধ‌রে পা‌লি‌য়ে থাকার পর ফের চু‌রি কর‌তে গি‌য়ে এক দা‌গি চোর হা‌তেনা‌তে ধরা পড়েছে স্থানীয় জনতার হা‌তে। ধৃ‌ত চোর স্থানীয় এলাকার জনৈক ফখর উদ্দিনের ছেলে জয়নুল হক।

বুধবার রাত অনুমা‌নিক দশটা নাগাদ তা‌কে বিপুল প‌রিমাণে চু‌রিকৃত রবার শিট সহ পাথারকা‌ন্দি থানাধীন আসিমগঞ্জের নয়া‌টিলায় পাকড়াও ক‌রেন স্থানীয়রা। উত্তম-মধ্য‌ম দি‌য়ে তাকে সম‌ঝে দেওয়া হয় পাথারকা‌ন্দি থানায় পু‌লি‌শের হা‌তে।

জানা গে‌ছে, ধৃত জয়নুল দীর্ঘদিন ধ‌রে এলাকার বিভিন্ন জায়গায় গরু, ছাগল, মোটর, পাম্প ও রবার শিট চুরি ছাড়াও অন্যান্য  অসামা‌জিক কা‌জে লিপ্ত। তাছাড়া পু‌লি‌শের খাতায়ও তার না‌মে একা‌ধিক মামলা রয়েছে।

রবার শিট চু‌রির সঙ্গে জড়িত বলে জয়নুলের বিরুদ্ধে থানায় লি‌খিত অভিযোগপত্র দাখিল করেছিলেন এলাকার স্কুলশিক্ষক কবির উদ্দিন।অবশেষে গতকাল রাতে হাতেনাতে তাকে পাকড়াও ক‌রেন স্থানীয় জনতা।

জানা গেছে, জনতার হাতে ধৃত জয়নুলকে রাতভর থানায় আট‌কে রে‌খে জেরার পর আজ বৃহস্প‌তিবার করিমগঞ্জ সি‌জেএম-এর আদাল‌তে পেশ করা হ‌য়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *