কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। এ ব্যাপারে জুনিয়র ডাক্তারদের এদিন দুপুরে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, বেলা দুটো পাঁচে জুনিয়র ডাক্তারদের পাঠানো হয়েছে এই বার্তা।
চিঠিতে এই প্রথমবার স্পষ্ট করে লেখা হল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন। নবান্ন এও স্পষ্ট করে দিয়েছে জুনিয়র ডাক্তাররা সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যেতে পারেন। তার বেশি নয়। বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হবে না। তবে, স্বচ্ছতা রাখতে গোটা বৈঠক রেকর্ড করে রাখা হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথমে জুনিয়র ডাক্তারদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রথম চিঠিতে কোথাও বলা ছিল না, মুখ্যমন্ত্রীই আলোচনায় বসবেন। শুধু এটুকু বলা ছিল যে নবান্নে সিনিয়র অফিসাররা আলোচনায় বসবেন। সেই কারণে জুনিয়র ডাক্তাররাও তাতে সাড়া দেননি।
পরে মঙ্গলবার রাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য স্পষ্ট করে বলেন, যে মুখ্যমন্ত্রীই আলোচনায় বসতে চেয়েছেন। এর পরে বুধবার ভোররাতে মেলের উত্তর দেন ডাক্তাররা।

