ছেলের হাতে রক্তাক্ত জন্মদায়ী মা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ছেলের হাতে রক্তাক্ত হয়েছে জন্মদায়ী মা। মায়ের কাছে টাকা না পাওয়ায় পাষণ্ডপুত্র রক্তাক্ত করল মাকে। ওই ঘটনায় গোটা আড়ালিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আড়ালিয়া এলাকার বাসিন্দা সন্ধ্যা রানী দাসের বড় ছেলে প্রতিনিয়ত তাকে টাকা দেওয়া দাবি জানাত। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা রানী কাছে আবারো টাকা দাবি করে ছেলে। কিন্তু সেই টাকা না দিতে পারলে মহিলার বড় ছেলে সন্ধ্যা রানী দাসকে মারধর করেন। তাতে মাথায় গুরুতর আঘাত লাগে সন্ধ্যা রাণী দাসের। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।