কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): নিজেদের দাবি আদায়ে অনড় জুনিয়র চিকিৎসকরা। খোলা আকাশের নীচে আরও একটি রাত কাটিয়ে ফেললেন তাঁরা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের পর স্বাস্থ্য ভবনের বাইরে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। স্বাস্থ্য ভবনের সামনে তার পর থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। দেখতে দেখতে বৃহস্পতিবার সকালও এসে গেল।ইতিমধ্যেই দফায় দফায় ই-মেল চালাচালি হয়েছে। কখনও নবান্ন থেকে ইমেল এসেছে, বৈঠকের আহ্বান জানিয়ে। কখনও পাল্টা শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনও বার হয়নি। ফলে নিজেদের দাবি আদায়ে অবস্থানে বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
2024-09-12

