নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: দাগি চোর আটক আসামের পাথারকান্দির নয়াটিলায়। তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বেশ কিছুদিন পালিয়ে থাকার পর এবার এক দাগি চোর হাতেনাতে ধরা পড়ল জনতার হাতে। ধৃতের নাম জয়নুল হক। বুধবার রাত অনুমানিক দশটা নাগাদ তাকে বিপুল পরিমান চুরিকৃত রাবার শিট সহ পাথারকান্দির আছিমগঞ্জস্থিত নয়াটিলায় আটক করেন স্থানীয়রা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, ধৃত জয়নুল গত দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় গরু ছাগল মোটর পাম্প ও রবার শিট চুরি সহ অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত বলে অভিযোগ রয়েছে। তাছাড়া পুলিশের খাতায় তার নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পুলিশে লিখিত নালিশ জানিয়ে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়দের পক্ষে স্কুল শিক্ষক কবির উদ্দিন।