মধ্যপ্রদেশের দাতিয়ায় বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল; মৃত ৭, আহত দু’জন

দাতিয়া, ১২ সেপ্টেম্বর (হি.স.): প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মধ্যপ্রদেশের দাতিয়ায় ভেঙে পড়লো একটি বাড়ির দেওয়াল। আর সেই দেওয়ালের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জন সদস্যের। এছাড়াও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দাতিয়ার খালকা পুরা এলাকায়।দাতিয়ার কালেক্টর সন্দীপ মাকিন বলেছেন, “বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ, প্রবল বৃষ্টির ফলে একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে, একই পরিবারের ৯ জন সদস্য ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে যান। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।”