নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:
শারদীয়া দুর্গোৎসবের দিনগুলিতে ছুটি ঘোষণার জন্য এনআইটি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। দুর্গাপূজার দিনগুলিতেও এনআইটি খোলা রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে আমরা বাঙালি দল।
এনআইটি কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে পূজার দিনগুলিতে যথারীতি ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। উল্লেখ্য শুধুমাত্র বিজয়া দশমীর দিন ছুটি ঘোষণা করেছে এনআইটি।
আমরা বাঙালি দলের পক্ষ থেকে বুধবার সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে দুর্গাপূজা শুধু বাঙ্গালীদের নয় রাজ্যের সব অংশের মানুষের একটি প্রধান উৎসব। এই উৎসবের দিনগুলিতে সব অংশের মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। স্বাভাবিক কারণেই পূজার দিনগুলিতে ছুটি ঘোষণা করার জন্য এনআইটি কর্তৃপক্ষের কাছে দলের তরফ থেকে দাবি জানানো হয়েছে। পাশাপাশি সম্পতি আগরতলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে