BRAKING NEWS

নিয়োগ পরীক্ষা : হাইলাকান্দি থেকে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা

হাইলাকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.): আগামী ১৫ সেপ্টেম্বর শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য চারটি বিশেষ ট্রেন এবং জেলার চার জায়গা থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জামিরা থেকে ট্রেনগুলি শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি হাইলাকান্দি জেলার কলেজ রোড বাস স্ট্যান্ড, গাছতলা বাস স্ট্যান্ড থেকে ধোয়ারবন্ধ হয়ে, লালাবাজার থেকে ধোয়াযবন্ধ হয়ে এবং ঘাড়মুড়া থেকে কাঠাখাল হয়ে ট্রাভেলার বাসগুলি শিলচর  অভিমুখে যাত্রা করবে। ভোর পাঁচটা থেকে ট্রাভেলার বাসগুলি ১০-১৫ মিনিট অন্তর অন্তর চলাচল করবে। শিলচর আইএসবিটি পর্যন্ত এই গুলি চলবে। প্রশাসন থেকে এই বাস স্টেশনের জন্য কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। কলেজ রোড বাস স্টেশনের জন্য ৭০০২৩১৬৫০৪ এবং ৭০০২০৮২০২১ গাছতলা স্টেন্ডের জন্য ৮৮৭৬১১০৫৫১ লালাবাজার স্টেন্ড এর জন্য ৬০০০৭৯৫৯০৭  এবং  ঘাড়মুরা স্ট্যান্ড এর জন্য ৭০০২৩১৬৫০৪ -এ যোগাযোগ করতে পরীক্ষার্থীদের প্রতি প্রশাসন থেকে  প্রচারিত এক আবেদনে জানানো হয়েছে। তবে পরীক্ষার্থীদেরকে বাসের ভাড়া নিজের পকেট থেকে দিতে হবে বলে জানানো হয়েছে।।এদিকে যে চারটি বিশেষ ট্রেন জামিরা থেকে পরীক্ষার্থীদেরকে নিয়ে যাত্রা করবে সেগুলির সময়সূচী হল ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টা, ১৪ সেপ্টেম্বর রাত ৯ টা এবং ১৫ সেপ্টেম্বর ভোর ৩ টা। ট্রেন গুলি শিলচর থেকে ১৪ তারিখ বেলা ২ টায়, ১৪ তারিখ রাত দশটায়  ১৫ তারিখ সন্ধ্যা ৬ টায় এবং রাত ১টায় (১৬ সেপ্টেম্বর) জামিরার উদ্দেশ্যে শিলচর থেকে ছাড়বে। রেলওয়ে ওয়েবসাইটে সময়সূচী পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *