আগরতলা, ১১ আগস্ট: বিড়ি, জলের বোতল ও ঘুস নেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে থানা ঘেরাও করেন গাড়ি চালকরা।
এক গাড়ির চালক অভিযোগ, প্রত্যেক গাড়ির চালকদের কাছ থেকে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘুস নেয়। সেটা বিড়ি হোক বা একটি জলের বোতলই হোক। তাদের সমস্ত কাগজপত্র সঠিক থাকলেও জরিমানা করে পুলিশ। দীর্ঘ দিন যাবৎ পুলিশের ঘুস বানিজ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে গাড়ির চালকরা। তাই আজ গাড়ির চালকরা বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে প্রতিবাদে সামিল হয়েছেন।

