আমেরিকা, ১১ সেপ্টেম্বর (হি.স.): আমেরিকার কোচের দায়িত্ব নিলেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। আন্তর্জাতিক কোচিং এ আসার আগে তিনি ক্লাব কোচিং করিয়েছেন ১৫ বছর।
প্রাক্তন চেলসি ও টটেনহ্যাম কোচকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব দিয়েছে আমেরিকা সকার। এর ফলে আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে পচেত্তিনোর অধীনে খেলবে আমেরিকা।
গত কোপা আমেরিকায় দেশের মাঠে প্রথম রাউন্ড থেকে আমেরিকা বিদায় নেয়ার পর কোচের দায়িত্বে থাকা বারহল্টারকে বাদ দেয়া হয়। তাঁর উত্তরসূরি হিসেবে এবার এলেন পচেত্তিনো।
প্রথমবার আন্তর্জাতিক কোন দলের কোচ হওয়ার পর পচেত্তিনো বলেছেন, দারুণ কিছু অর্জনের জন্যই আমেরিকার দায়িত্ব নিয়েছেন তিনি।