আগরতলা, ১১ সেপ্টেম্বর : ত্রিপুরা সফরে আসলেন এআইসিসির সেক্রেটারি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টেফার তিলক। আজ তাঁর উপস্থিতিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে নেতা ও কার্যকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা,বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যানরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টেফার তিলক বলেন, প্রথমবার তিনি ত্রিপুরার সফরে আসলেন। আজ বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেসের নেতা ও কার্যকতাদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছে।
এদিন তিনি আরও বলেন, মূলত রাজ্যে জাতি, জনজাতি, মহিলা, যুবদের স্বার্থে কিভাবে কাজ করবে কংগ্রেস সেবিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া, ত্রিপুরার আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপ দিকে যাচ্ছে। আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যত নিয়ে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।