ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। উমাকান্ত ময়দানে ভি আই পি বক্স তৈরি করা হয়েছে ভিআইপিদের বসার জন্য। নির্দিষ্ট দিনে ভিআইপি-রা আসেন ঠিকই এই জায়গায়।তবে এর পরদিন থেকেই এই ভি আই পি বক্স হয়ে যায় রীতিমতো পিকনিকের আড্ডাখানা। যদিও এবছর টি এফ এ-র তরফে নিয়ম করা হয়েছে এই ভিআইপি বক্সে গভর্নিং বডির মেম্বাররা বসবেন। ভালো সিধান্ত। তবে এই সিদ্ধান্তটা অনেকের কাছেই রীতিমতো পিকনিকের নতুন আমেজের স্থান বনে গেল। জায়গাটা টি এফ এর লিগ কমিটির তরফে গভর্নিং বডির মেম্বারদের সুবিধে করার জন্য করা হলেও বিষয়টাকে আদতে সঠিকভাবে বুঝতে পারেন না অনেকেই। এমন কয়েকজন গভর্নিং বডির মেম্বার রয়েছেন যাঁরা কোনও নিয়ম কানুনই জানেন না লিগ রুলসের। তাদের কাছে ভিআইপি বক্সে বসে লাল চায়ে চুমুক ও বাদাম খাওয়াটাই আসল কাজ। নিয়ম দিয়ে কি হবে তাঁদের। মাঠে ফুটবল চলে নিজস্ব ছন্দে আর এই সব হম্বি তম্বি গভর্নিং বডির মেম্বাররা থাকেন নিজস্ব ছন্দেই। এদের জন্যই কি টি এফ এর প্রথম ডিভিশনের লিগ কমিটি ভিআইপি বক্সে বসার সুযোগ করে দিয়েছিলো। এর কোনও উত্তর আছে কি লিগ কমিটির চেয়ারম্যান, সচিবের কাছে। একই ভাবে এর উত্তর কি আছে টি এফ এর সচিব, সভাপতি অথবা যুগ্ম সচিবের কাছে। এর জন্যই কি ভিআইপি বক্স, কি বলেন পাঠকরা।