আগরতলা, ১১ সেপ্টেম্বর: বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ নয় জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। চুরি যাওয়ার সামগ্রীর বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন নিউ ক্যাপেলের কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব।
নিউ ক্যাপেলের কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সুশান্ত দেব জানিয়েছেন, গত ৫ সেপ্টেম্বর কুঞ্জবন এলাকার বাসিন্দা হিরক সরকারের বাড়িতে চোরের দল হানা দিয়েছিল।পরবর্তী সময়ে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছিল। তাছাড়া, আসাম রাইফেল এবং কুমারী টিলার কালী মন্দিরে চোরের দল হানা দিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। চোর চক্রের সাথে জড়িত মোট নয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, তাদের কাছ থেকে একটি সিলিন্ডার, মন্দিরের ঘন্টা, গলার চেইন, ব্যাটারি, বাইসাইকেল সহ আরও অনেক জিনিস উদ্ধার করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।