ইসলামাবাদ, ১১ সেপ্টেম্বর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনওয়া ও পঞ্জাব প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। লাহোর এবং পেশোয়ারেও ভূমিকম্প টের পাওয়া যায়। পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দুপুর ১২.২৮ মিনিট নাগাদ ৫.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানে।ভূমিকম্পের উৎসস্থল ছিল, পঞ্জাবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেরা গাজি খান অঞ্চলের কাছে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, লাহোর, মুলতান, ফয়সালাবাদ, মিয়ানওয়ালি, ভাক্কর, কামালিয়া, খানেওয়াল, ভালওয়াল, চিনিওট, হাফিজাবাদ, টোবা টেক সিং, সরগোধা এবং ঝাং-এ।
2024-09-11

