নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:
পৃথক দুটি অভিযানে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করল বিএসএফ জওয়ানরা।
বিএসএফ সদর দপ্তর থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে গত ১০ সেপ্টেম্বর একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উনকোটি জেলার মূর্তিছড়া বিওপি এলাকা থেকে সীমান্ত পারাপারের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত দুজনেরই বাংলাদেশের মাদারীপুর জেলার বাসিন্দা।
বুধবার আরেকটি অভিযানে, বিএসএফ জওয়ানরা সিপাহীজলা জেলার অন্তর্গত ধনপুর বিওপি এলাকা থেকে অপর এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে। গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিক বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।