বিজেপি বুথ সভাপতির খুনের ঘটনায় ফের ময়নায় এনআইএ, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি

ময়না, ১০ সেপ্টেম্বর(হি.স.): ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় তদন্তে নামল এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পাওয়ার পর মঙ্গলবার এনআইএ-র তদন্তকারী দল ময়নায় পৌঁছে নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে এবং ঘটনার পুনঃনির্মাণের চেষ্টা করেছে।

২০২৩ সালের ১ মে বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুন হওয়ার পর ময়না উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, যার মধ্যে ৯ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকিদের ধরতে মঙ্গলবার ভোর রাত থেকে এনআইএ প্রায় ২০০ জনের একটি বিশাল দল গঠন করে ১৪টি দলে বিভক্ত হয়ে ৯টি বাড়িতে হানা দেয়। এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বাড়িতেও তল্লাশি চালায় এনআইএ।

মঙ্গলবার সকালে ময়নার বাকচা গোড়ামোহাল এলাকায় তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল, স্বপন ভৌমিক, অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, সৌমিত্র মন্ডল, শুভেন্দু ভৌমিকের বাড়িতে এনআইএ দল পৌঁছে বাড়িগুলি সিল করে দেয়। এছাড়াও, তৃণমূল নেতা কমল খুটিয়া, মোহন মন্ডল, সুজিত কর, নবকুমার মন্ডল, অমিতাভ ভঞ্জের বাড়িতেও এনআইএ তদন্তের জন্য হানা দেয়।

এনআইএ সূত্রের খবর অনুযায়ী, এদিনের অভিযানে তারা খুনের ঘটনার পুনর্গঠন করবে এবং সমস্ত সন্দেহভাজনদের কার্যকলাপ নিবিড়ভাবে খতিয়ে দেখবে। তদন্তের পরবর্তী পদক্ষেপে আরও কয়েকজনের নাম যুক্ত হতে পারে বলে জানা গেছে। ময়নায় এনআইএ-র এই অভিযানে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *