নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: অবলম্বন বৃদ্ধাশ্রমের মায়েরা বন্যা দুর্গত মানুষদের জন্য নিজেদের কাপড়চোপড় দান করে এক নয়া নজির স্থাপন করলেন। অবলম্বন বৃদ্ধাশ্রম এর মায়েরা তাদেরকে দেওয়া কাপড়সহ বিভিন্ন সামগ্রী বন্যা দুর্গতদের দান করে দিলেন।
মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সরকারি প্রতিনিধিদের হাতে মায়েরা তাদের দেওয়া শাড়িগুলি তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবলম্বন বৃদ্ধাশ্রমের সভাপতি তথা মেয়র দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে মেয়র বলেন বৃদ্ধাশ্রমের মায়েদের এই দান অপরিসীম।
বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি বৃদ্ধাশ্রমের মায়েদের বিভিন্ন কাপড় বেড কভার সহ অন্যান্য যেসব সামগ্রী দান করে থাকেন সেসব সামগ্রী তারা নিজেরা ব্যবহার না করে বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে তাদের জন্য দান করে দিয়েছেন। মেয়র বলেন এটি একটি নতুন অভিজ্ঞতা। এর চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।