কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স. ) : আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনা ও সেখানে অনিয়মের প্রতিবাদে চলছে আন্দোলন। যাঁকে ঘিরে এই অশান্তির বাতাবরণ প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের প্রথম দফায় সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। নিজাম প্যালেসে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যেই পেশ করা হবে। সিবিআইয়ের এই বিশেষ আদালতে দুপুর দেড়টা নাগাদ তাকে তোলা হবে। এদিকে, আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন করবেন। অন্যদিকে, সিবিআইয়ের হাতে ধৃত ওই চিকিৎসককে গত আটদিনের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রসঙ্গত আলিপুর আদালতের বিশেষ আদালতেও তাকে নিয়ে যেতে পারে সিবিআই।
2024-09-10