ফাঁসিদেওয়া, ১০ সেপ্টেম্বর (হি. স.) : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্র এবং ঘোষপুকুর ফাঁড়ি। গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে জামাই এবং শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবিত্রী বর্মন এবং পীযূষ বর্মন কোচবিহার জেলার শীতলকুচির গোঁসাইয়েরহাটের বাসিন্দা।সোমবার পুলিশ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন পশ্চিম মাদাতি টোল প্লাজায় কোচবিহার থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস আটক করে। ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। পুলিশের দাবি, বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা। তা কোচবিহার থেকে ফারাক্কায় পাচারের ছক কষেছিল ধৃতরা। সোমবার রাতে বিধাননগর তদন্ত কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান দার্জিলিং-এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানিয়েছেন, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থেকে কোচবিহার থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শাশুড়ি ও জামাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে কোচবিহারের কিছু লোক জড়িত ছিল। কোচবিহার থেকে ফারাক্কায় গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, গত দুই মাসে শিলিগুড়ির গ্রামাঞ্চলে মাদক চোরাচালান বন্ধে পুলিশ বেশ তৎপর।
2024-09-10