মালদা, ৮ সেপ্টেম্বর (হি.স.): পারিবারিক বিবাদের জেরে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার শিকার এক মহিলা থানায় অভিযোগ দায়ের করার পর, অভিযোেগ প্রত্যাহার করার চাপ দেওয়ার অভিযোেগ উঠেছে। মালদার চাচোল থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্যাতিতা মহিলার অভিযোগ, তার জায়ের বাবা ও ভাই মিলে তাকে শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেছে। গত ৬ সেপ্টেম্বর রাতে বাড়িতে একা থাকার সময়, অভিযুক্তরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। তার আগে ৫ সেপ্টেম্বর, আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক বিবাদ হয়েছিল তার জায়ের সঙ্গে।
থানায় অভিযোগ দায়ের করার পর, গতরাতে তিনজন মুখোশ পরিহিত দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়। তারা মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, যদি তিনি অভিযোগ প্রত্যাহার না করেন, তবে তার সঙ্গে “আরজিকর”-এর মতো ঘটনা ঘটবে। আতঙ্কিত মহিলা কোনরকমে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করেন, তবে দুষ্কৃতীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
এই ঘটনার পর নির্যাতিতা পুনরায় থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এখনও অধরা।