(আপডেট) রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল, মস্কোয় যোগ দেবেন ব্রিকস এনএসএ বৈঠকে

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে ও শান্তিচুক্তিতে ভারত, চিন ও ব্রাজিলের মতো দেশগুলি মধ্যস্থতা করতে পারে। এমনটাই জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, সেই কথা মাথাতে রেখেই বড় পদক্ষেপ নিতে চলেছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, এই মস্কো সফরেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনা করতে পারেন তিনি। এমনকী কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হতে পারে। মস্কোয় তিনি যোগ দেবেন ব্রিকস এনএসএ বৈঠকেও।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি সেখানে ব্রিকস গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বিরতি নিয়েও তিনি আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। ১০ সেপ্টেম্বর দোভাল রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।  ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়া এবং চিনের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতির সঙ্গে এক টেলিফোন বার্তালাপে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মস্কো সফরের কথা জানান। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন সফরে সেদেশের রাষ্ট্রপতি ভ্লদিমির জেলেনস্কি-র সঙ্গে বৈঠক করেন। রাশিয়ার সঙ্গে শান্তি বিষয়েও দুই নেতা আলোচনা করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *