আরজিকর ইস্যুতে পদত্যাগ তৃণমূল সাংসদ জহর সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স. ) রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার ইস্তফা দিয়েছেন। আরজিকর হাসপাতালের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতরের দুর্নীতি  নিয়ে সরব তিনি। তাঁর অভিমত, পথে নেমে যে আন্দোলন চলছে তা স্বতঃস্ফূর্ত। রাজ্য সরকারের তরফেও এ নিয়ে আগেভাগে পরিস্থিতি মোকাবিলায় নামা উচিত ছিল। এখন তা দেরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে নিজের শহর দক্ষিণ কলকাতার ডোভার লেনে রয়েছেন। অতি শীঘ্রই রাজধানী দিল্লিতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান এর কাছে তিনি তাঁর পদত্যাগ পত্র জমা দিয়ে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন। প্রসঙ্গতঃ রাজনীতি থেকেও সন্ন্যাস গ্রহণের কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *