নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বিজেপির সদস্যতা অভিযানে সামিল হলেন বিজেপি সাংসদ বাশুরি স্বরাজ। রবিবাসরীয় সকালে দিল্লির সরোজিনী নগরের সিন্দিয়া ক্যাম্পে অনুষ্ঠিত বিজেপির সদস্যতা অভিযানে অংশ নেন বাশুরি স্বরাজ। তিনি দেশের সাধারণ মানুষকেও গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আহ্বান জানান।বাশুরি স্বরাজ এদিন বলেছেন, “আপনি যদি একটি শক্তিশালী, উন্নত, ক্ষমতায়িত ভারত চান, তাহলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দল বিজেপির সদস্য হন এবং প্রধানমন্ত্রী মোদীর জনকল্যাণমূলক নীতিগুলিকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখুন।”
2024-09-08