জয়পুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): বিগত কিছু দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে রাজস্থানে, অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজছে জয়পুর, আজমের-সহ রাজস্থানের নানা প্রান্ত। সেই বৃষ্টি অব্যাহত রয়েছে রবিবারও। প্রবল বৃষ্টিতে রাজস্থানের রাজধানী জয়পুরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে।জল জমে গিয়েছে রাজস্থানের আজমের-এও। বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় রবিবার ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। রবিবার আজেমরের জেলাশাসক লোক বন্ধু সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে জেলাশাসক বলেন, ‘আমাদের টিম বেশিরভাগ জলমগ্ন এলাকায় সাফল্যের সঙ্গে পরিস্থিতির উন্নতি করেছে…মেডিকেল টিমকেও দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমরা ঘরে ঘরে ওষুধ বিতরণ করতে পারি…গতকাল থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে। আমি সবার কাছে আবেদন জানাচ্ছি, মানুষ যেন জলমগ্ন এলাকায় না যান এবং কারও কোথাও কিছু প্রয়োজন হলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন।”
2024-09-08