নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): খেলাধুলার উন্নতিতে বিশেষভাবে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার ৪৪-তম অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রথম মেয়াদ থেকেই খেলাধুলার উন্নতির পক্ষে কথা বলে আসছেন এবং সরকার তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ এ জন্য বাজেট বরাদ্দ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকে তিনগুণে উন্নীত হয়েছে। বর্তমানে ৩৪টি ক্রীড়া শাখায় ৫০০০ ছেলে এবং ৩০০০ মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে…খেলাধুলার মাধ্যমে, আমরা শুধু শারীরিক স্বাস্থ্যকে উন্নীত করি না বরং মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সম্প্রীতিকেও উৎসাহিত করি।”নাড্ডা আরও বলেছেন, “প্রধানমমন্ত্রী ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে ভারতকে দেখতে চান এবং আমি বিশ্বাস করি, ওসিএ এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আসুন আমরা সবাই মিলে এক নতুন দিকে এগিয়ে যাই যেখানে ক্রীড়া জগত আরও উজ্জ্বল হয়ে ওঠে।”
2024-09-08

