নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৮ সেপ্টেম্বর: পঞ্চায়েত বৈঠকে পঞ্চায়েতের সদস্যা পূর্নিমা নমঃকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খোরশেদ আলম। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
বক্সনগরে বিজেপির অন্দরে একের পর এক সংঘর্ষ লেগেই আছে। পঞ্চায়েতে নির্বাচনের শপথ গ্রহণের পরেও থেমে নেই সংঘর্ষ। শপথ গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েতে সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার। সে বৈঠকেই ঘটে বিপত্তি। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা বর্তমান ৩ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম সেই বৈঠককে তারই দলের কর্মী তথা পঞ্চায়েতের মহিলা সদস্য পূর্ণিমা নম: কে বৈঠককের মাঝেই মারধর করেন বলে অভিযোগ উঠে। তারপরেই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠে পঞ্চায়েত।