পুরনো দল ভারতীয় জাতীয় কংগ্রসে যোগদান ‘অসম টিএমসি’-র সদ্যপ্রাক্তন সভাপতি রিপুন বরার

চড়াইদেও (অসম), ৮ সেপ্টেম্বর (হি.স.) : ঘর ওয়াপসি ‘অসম তৃণমূল কংগ্রেস’ (টিএমসি)-এর সভাপতি রিপুন বরার। আজ রবিবার রাজ্যসভার প্রাক্তন সদস্য রিপুন বরা তাঁর পুরনো দল ভারতীয় জাতীয় কংগ্রসে যোগদান করেছেন। চড়াইদেওয়ে দলের বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা অসমের দায়িত্বপ্রাপ্ত পৰ্যবেক্ষক জিতেন্দ্র সিং রিপুন বরাকে দলের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। আজ রিপুনের সঙ্গে অসম টিএমসি-র বেশ কয়েকজন শীর্ষ নেতাও কংগ্রেসে যোগদান করেছেন।

পুরনো দলে যোগদান করেই ভারতীয় জাতীয় কংগ্রসের অসম প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি তথা অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা ‘অসম তৃণমূল কংগ্রেস’ (টিএমসি)-এর সদ্যপ্রাক্তন সভাপতি রিপুন বরা কেন্দ্র এবং রাজ্যের শাসকদল বিজেপির ওপর হামলা করেছেন। তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের অপশাসনের সমালোচনা করে অসমে জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বরা বলেন, ‘অসমের মানুষ বিজেপি সরকারের অপশাসনে তিতিবিরক্ত। কংগ্রেসকে আরও শক্তিশালী করতে এবং শাসক জোটের দুর্নীতি, সাম্প্রদায়িকতাকে জনগণের সামনে তুলে ধরতে আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করব।’

সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং ছাড়াও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেনকুমার বরা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ গৌরব গগৈ সহ প্রদেশ স্তরের অন্যান্য নেতা।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১ সেপ্টেম্বর ‘অসম তৃণমূল কংগ্রেস’-এর সভাপতির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন রিপুন বরা। রাজ্যসভার প্রাক্তন সদস্য তথা ভারতীয় জাতীয় কংগ্রসের অসম প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি তথা অসমের প্রাক্তন শিক্ষামন্ত্রী রিপুন সেদিন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বলেছিলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষ এই দল (টিএমসি)-কে পশ্চিমবঙ্গের একটি ‘আঞ্চলিক দল’ হিসেবে বিবেচনা করেন। এই দলকে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের মানুষ গ্রহণ করতে রাজি নন।

‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেরিত পদত্যাগপত্ৰে রিপুন বরা লিখেছিলেন, অসমে টিএমসিকে গ্রহণযোগ্য করে তুলতে তিনি পার্টি-সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু পরামর্শ দিয়েছিলেন, ‘কিন্তু সেগুলি বাস্তবায়িত হয়নি।’ ‘গত দেড় বছর ধরে বহু চেষ্টা করে দলের সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ পাইনি।’

দলের সেকেন্ড-ইন চিফের কাছে প্রেরিত পদত্যাগপত্রে রিপুন বরা আরও লিখেছিলেন, ‘২০২২ সালের এপ্রিলে তৃণমূল কংগ্রেসে (টিএমসি) যোগদানের পর থেকে, আমার দল এবং আমি অসমে দলের কাজ বাড়াতে অক্লান্ত পরিশ্রম করেছি, বিজেপিকে মোকাবিলা করতে টিএমসিকে একটি কার্যকর বিকল্প হিসেবে প্ৰতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার নেতৃত্বে প্ৰভাবিত হয়ে টিএমসিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এই মিশনে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধও ছিলাম। কিন্তু দলের (টিএমসি) পর্যাপ্ত রেজলিউশনের অভাবে আজ আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে নিজেকে টিএমসি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *