নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচার চলছে তুঙ্গে, কোনও দল কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে রবিবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই ষষ্ঠ প্রার্থী তালিকায় মোট ৬ জন প্ৰার্থীর নাম রয়েছে।বিজেপির প্রার্থী তালিকা অনুযায়ী, কারনাহ আসন থেকে প্রার্থী করা হয়েছে মহম্মদ ইদ্রিস কারনাহিকে, হান্দওয়ারা আসনে গুলাম মহম্মদ মির, সোনাওয়ারী আসনের বিজেপি প্রার্থী হয়েছেন আব্দুল রশিদ খান, বান্দিপোরায় নাসির আহমেদ লোনে, উধমপুর পূর্বে আর এস পাঠানিয়া, গুরেজ আসনে এফ মহম্মদ খান।
2024-09-08