লন্ডন, ৮ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় সংগীত নিয়ে ইংল্যান্ডের ফুটবলে শুরু হয়েছে বিতর্ক। জাতীয় সংগীত গাইতে নারাজের কথা জনসম্মুখে বলেছেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি। তিনি জানিয়েছেন, তিনি দায়িত্বে থাকাকালীন ম্যাচ শুরুর আগে দলের সঙ্গে জাতীয় সংগীত গাইবেন না।সরাসরি এই ঘোষণা করার পর ইংল্যান্ডের ফুটবল ভক্তদের তোপের মুখে পড়েছেন কার্সলি। ক্ষোভ প্রকাশ করে অনেকে কার্সলিকে বরখাস্ত করতে বলেছেন। এনিয়ে ইংল্যান্ডের ফুটবলে শুরু হয়েছে বিতর্ক।
শনিবার রাতে উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংলিশদের কোচ হিসেবে এটিই ছিল কার্সলির প্রথম ম্যাচ।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কার্সলি। ইউরোর ফাইনালে স্পেনের কাছে ইংল্যান্ড হেরে যাওয়ায় কোচ গ্যারেথ সাউথগেট পদত্যাগ করলে কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড।