নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে ও শান্তিচুক্তিতে ভারত, চিন ও ব্রাজিলের মতো দেশগুলি মধ্যস্থতা করতে পারে। এমনটাই জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, সেই কথা মাথাতে রেখেই বড় পদক্ষেপ নিতে চলেছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে মস্কো সফরে যেতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, এই মস্কো সফরেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনা করতে পারেন তিনি। এমনকী কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হতে পারে। মস্কোয় তিনি যোগ দেবেন ব্রিকস এনএসএ বৈঠকেও।
2024-09-08