শান্তিপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): শান্তিপুর থানার অন্তর্গত কন্দ খোলা পেট্রোল পাম্পে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, শনিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ভরে কোনও টাকা না দিয়েই পালানোর চেষ্টা করে। পাম্পের শ্রমিক টাকা চাইতে গেলে, সেই সময় গাড়ির চালক শ্রমিক বিশ্বজিৎ দাসকে গাড়ির তলায় ফেলে পিষে দিয়ে চলে যায়।
ঘটনার পরপরই স্থানীয় শ্রমিকরা আহত বিশ্বজিৎকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শ্রমিক বিশ্বজিৎ দাসের বয়স আনুমানিক ৩০ বছর এবং তার বাড়ি শান্তিপুর থানার কন্দ খোলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই পিকআপ ভ্যানটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং পলাতক গাড়িটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু হয়েছে।