আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা বিধানসভাতে বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করছে রাজ্য সরকার। আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাধারণ সম্পাদক ভগবান দাস ।
এদিন ভগবান দাস বলেন, বন্যা দুর্গত মানুষের জন্য ৫৬৪ কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে বিজেপি দলের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। এ ধরনের সিদ্ধান্তকে সময়োপযোগী বলে আখ্যায়িত করা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, খাদ্য জনসংভরণে ৭০ কোটি ,কৃষিতে ১৫ কোটি ,হটিকালচার ৫ কোটি, শিক্ষা ক্ষেত্রে ১২ কোটি ,নগর উন্নয়ন দপ্তরে ১২ কোটি, গ্রাম উন্নয়নে স৪০কোটি, স্বাস্থ্য দপ্তরের ১০ কোটি ,বিদ্যুৎ দপ্তরে ১০০ কোটি সহ পি ডব্লিউ ডি দপ্তরে প্রায় আড়াইশো কোটি টাকা বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

