জব্বলপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত হয়ে গেল ইন্দোর-জব্বলপুর ওভারনাইট এক্সপ্রেস। এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই। শনিবার সকাল ৫.৫০ মিনিট নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ইন্দোর-জব্বলপুর ওভারনাইট এক্সপ্রেস।পশ্চিম মধ্য রেলের সিপিআরও হরশীত শ্রীবাস্তব বলেছেন, ট্রেনটি ইন্দোর থেকে আসছিল। জব্বলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগে, ধীর গতিতে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। সকাল ৫.৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্ল্যাটফর্ম থেকে মাত্র ১৫০ মিটার দূরে ট্রেনটি বেলাইন হয়ে যায়।
2024-09-07