BRAKING NEWS

শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে ত্রিবেণীকে হারালো বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে নাইন বুলেটস। গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিবেণী সংঘকে দুই গোলে হারিয়ে ফের জয়ের স্বাদ পেয়েছে নাইন বুলেটস ক্লাব। প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘের কাছে ১-২ গোলে হারটায় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছিল। অতঃপর রামকৃষ্ণ ক্লাবকে তিন গোলে হারানোর পর, তৃতীয় ম্যাচে ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে দুই দুই গোলে ম্যাচ ড্র করে আবার একটা হোঁচট খেতে হয়েছিল। আজ, শনিবার শক্তিশালী ত্রিবেণী সংঘকে দুই গোলে হারিয়ে ফের নিজেদের অবস্থান প্রথম সারিতে একেবারে শীর্ষে তুলে এনেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরের অষ্টম দিনের প্রথম ম্যাচ তথা লীগের ১৪তম খেলায় নাইন বুলেটস এক প্রকার ডার্ক হর্সের মতো খেলে ত্রিবেণীকে পরাজিত করেছে। নিছক অর্থে বলা যায় ত্রিবেণী খেলেছে, জিতেছে নাইন বুলেটস। কেননা ত্রিবেনীর যে কয়টা গোলমুখী আক্রমণ শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেগুলো কাজে লাগাতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতো। প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল নাইন বুলেটসের পক্ষে রাজীব সাধন জমাতিয়ার পা থেকে। ঠিক শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল রাজিবের সৌজন্যেই। পুরো খেলায় ত্রিবেনীর আক্রমণ ভাগের ছেলেরা একাধিকবার গোলমুখী আক্রমণ রচনা করলেও গোল পরিশোধের নিশ্চিত সুযোগ কাজে লাগাতে পারেনি। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী নাইন বুলেটসের শাহজাহান ও রাজীব সাধনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। গোলরক্ষক অমিত জমাতিয়া পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, বিপ্লব সিংহ, বিশ্বজিৎ দাস ও তপন কুমার নাথ। দিনের খেলা: সন্ধ্যা সোয়া ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এগিয়ে চল সংঘ বনাম ফরোয়ার্ড ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *